
বরগুনা পৌরসভার পশু হাসপাতাল সড়কের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খানের ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া রোজী আক্তার (৫৫) নামের এক গৃহবধূর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ির মালিক সাবেক কাউন্সিলর মোশারেফ হোসেন খান বলেন, এ বছরের সেপ্টেম্বর মাসে রোজি আক্তার ভাড়াটিয়া হিসেবে ভবনের তৃতীয়তলায় বাসা ভাড়া নেন। তার গ্রামের বাড়ি বরগুনার বালিয়াতলী ইউনিয়নের চৌমনী গ্রামে।
নিহতের পরিবারের সূত্রে জানা যায়, ৩/৪ দিন যাবৎ রোজী আক্তারের মোবাইল বন্ধ থাকায় আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান না পেয়ে বুধবার (২১ মে) সকাল ১২টার দিকে বাসায় এসে মালিকের সহযোগিতায় ঘরের তালা ভেঙ্গে বাথরুমে মৃতদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তবে এই হত্যার পিছনে আর্থিক লেনদেন প্রধান কারণ হতে পারে বলে জানালেন তার সাবেক স্বামী মোস্তফা খান।
তিনি আরো বলেন, তার হাতে কিছু টাকা ও স্বর্ণ ছিল এটা হত্যার কারণ হতে পারে। বরগুনা থানার পুলিশ বেলা ২টার দিকে রোজীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
ঘটনাস্থল পরিদর্শনকালে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জহুরুল ইসলাম বলেন, সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যার রহস্য বেড়িয়ে আসবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর