
বরগুনা সদর থানায় দায়ের করা বিশেষ আইন, স্যাবোটাজ ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং সাবেক খাদ্য উপমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় আদালত চত্বরে ডিম জুতা নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনসাধারণ।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের পাহারায় বরগুনা জেলা কারাগারে আনা হয়। পরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মনিরুজ্জামানের আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আদালতে শম্ভুকে হাজির করার সময় বিএনপি-সমর্থিত একদল আইনজীবী ও বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০২৪ সালের ১২ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে নিউমার্কেট থানার আওতায় আন্দোলনের সময় নিহত ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় এবং আশুলিয়া থানার অপর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়া ২০২৩ সালের ১৭ মার্চ বরগুনায় জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর, সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে বরগুনা সদর থানায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১৫৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন বরগুনা জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের পুত্র এস এম নইমুল ইসলাম।
এই মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে। বর্তমানে তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে পূর্বের দুটি হত্যা মামলায় আটক রয়েছেন। আজ তাকে বরগুনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
আরমান/সাএ
সর্বশেষ খবর