
ঈদুল আযহা উপলক্ষে দেশের জনপ্রিয় বিউটি ও টয় ব্র্যান্ড ‘সুন্দরা’ আয়োজন করেছে বিশাল ঈদ সেল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় ‘সুন্দরা’ বিউটি এবং সুন্দরা টয়েস বিভাগের নির্দিষ্ট পণ্যে থাকছে ৫০% পর্যন্ত মূল্যছাড়। এই অফার চলবে ঈদের আগ পর্যন্ত।
এই সেল-এ অত্যন্ত আকর্ষণীয় দামে পাওয়া যাবে- প্রিমিয়াম পারফিউম, স্কিন কেয়ার, মেকআপ, সেন্টেডক্যান্ডেল এবং খেলনা।
গ্রাহকরা অফারটি উপভোগ করতে পারবে- সুন্দরা’র অনলাইন www.sundora.com.bd এবং সকল সুন্দরা বিউটি ও সুন্দরা টয়েসের বনানী, গুলশান এবং ধানমন্ডি ফিজিক্যাল আউটলেটে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর