
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফিরোজা খাতুন (৩৭) নামে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন।
শনিবার (২৪ মে) বিকেল ৫টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা খাতুন ওই গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে গোয়াল ঘরের ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানি সুইচে ঢুকে পড়ায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর