
১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে সারাদেশের মতো সিরাজগঞ্জের থমকে গেছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা।
রবিবার (২৫ মে) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কর্মবিরতি পালিত হয়। ফলে জেলার সকল পেট্রোল পাম্প ও ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এতে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোর যানবাহন ও পরিবহন খাতে দেখা দেয় অচলাবস্থা।
বিশেষ করে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি অয়েল ডিপোতে পুরোপুরি স্থবিরতা বিরাজ করে। প্রতিদিন এই ডিপো থেকে উত্তোলন করা হয় প্রায় ২৫ থেকে ২৭ লাখ লিটার পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন, যার বাজারমূল্য প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা।
এই ডিপো থেকেই সরবরাহ করা হয়ে থাকে উত্তরাঞ্চলের ১৬টি জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুর জেলায়। ধর্মঘটের কারণে এসব অঞ্চলে জ্বালানির সরবরাহ ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে, দেখা দিয়েছে তীব্র সংকট।
বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, কমিশন পুনর্নির্ধারণ, লাইসেন্স নবায়নের শর্ত সহজীকরণ, পরিবহন নিরাপত্তা নিশ্চিত করাসহ মোট ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়েছে।
তারা আরও জানান, দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর