
মানিকগঞ্জে পচা, বাশি ও মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণের দায়ে তৃতীয়বারের মতো অবাক চা এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ ও বাসি খাবার ধ্বংস করা হয়।
আজ বুধবার (২৮ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের মানিকগঞ্জ-সিংগাই আঞ্চলিক সড়কের টাওয়ার স্ট্যান্ড এলাকায় অবস্থিত এই রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারি পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।
অভিযানে, পঁচা-বাসী দুধ, মেয়াদোত্তীর্ণ আটা, ইন্ডাস্ট্রিয়াল লবণ, অপ্রয়োজনীয় ফুডস্ ফ্লেভার বিনষ্ট করা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজার সুজন মিয়া বলেন, 'আমাদের ভুল হয়েছে এরপর থেকে আমরা সতর্ক হয়ে প্রতিষ্ঠান চালাবো।'
ভোক্তার সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা বলেন, পচা, বাশি ও মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ এবং পচা বাঁশি খাবার নষ্ট করা হয়েছে। পরবর্তীতে এই প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখলে তাদের প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।
অভিযানে মানিকগঞ্জ ক্যাবের সদস্য মোহাম্মদ রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত তিন বছরে এই প্রতিষ্ঠানে মোট তিনবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন এবং অর্থদণ্ড প্রদান করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর