সাতক্ষীরার ভোমরা সীমান্তের তেঁতুলতলা এলাকা থেকে ভারতে পাচারের সময় ৪টি স্বর্ণের বারসহ মো. রুহুল আমিন (৬৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকার মৃত হানিফ মুন্সির ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল তেঁতুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন রুহুল আমিন ইজিবাইকযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কোমরে কাপড়ে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের বার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ৬৬ লাখ ৮০ হাজার ৮৮৫ টাকা। এছাড়া উদ্ধারকৃত মোবাইল ফোনের মূল্য এক হাজার টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ খবর