
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাটিরাঙ্গা সেনা জোনের সদস্যরা। শুক্রবার রাতে মাটিরাঙ্গা পৌরসভার ইসলামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মো. শাহিন (২৩), রফিকুল ইসলাম (২৭) ও মো. শাহজাহান (২৮)।
মাটিরাঙ্গা জোন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মাটিরাঙ্গা জোনের একটি দল ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার বাসিন্দা। শাহিন মৃত কামাল হোসেনের ছেলে, রফিকুল ইসলাম মো. সুরুজ মিয়ার ছেলে এবং শাহজাহান মো. ইব্রাহিমের ছেলে।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান, আটককৃত মাদক কারবারিদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর