
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন রবিউল ইসলাম (৩৮) ও রমজান আলী (২২)। রবিউল লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামের মৃত মহোর আলীর ছেলে এবং রমজান একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহাদারা খান (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামের মেসার্স স্টার ব্রিকসের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান (পিপিএম) জানান, এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর