
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা জাকির হোসেন হামলার শিকার হয়েছেন। শনিবার রাতে পুইজোর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে পাংশা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাকির হোসেনের স্ত্রী বাদী হয়ে পাংশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে শরিফুল ইসলামের নেতৃত্বে ১৪-১৫ জন লোক জাকির হোসেনের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। শরিফুল স্থানীয় আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত।
আহত জাকির হোসেন ও তার স্বজনরা জানান, শনিবার তিনি কোরবানির জন্য গরু কিনতে বাগদুলী হাটে যান। সেখানে পছন্দসই গরু না পেয়ে রাতে বাড়ি ফেরার পথে পুইজোর বাজারে আগে থেকে ওঁৎ পেতে থাকা শরিফুল ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। হামলায় তার মাথায় একাধিক কোপ লাগে এবং একটি হাত ভেঙে যায়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা জাকির হোসেনের কাছে থাকা গরু কেনার ১ লাখ ৩৫ হাজার টাকা ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত জাকির হোসেনকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে, কারণ অভিযুক্তরা এখনো এলাকায় সক্রিয় রয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঘটনার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর