
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চুরির অপবাদ দিয়ে মোঃ আমিন মোল্যা (২৬) নামের এক যুবককে রাতভর শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার যুবকের শরীরে খেজুরের কাঁটা বিদ্ধ করা হয়েছে। আমিন মোল্যা বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রামের মোমিন মোল্যার ছেলে। তিনি ভ্যান চালিয়ে ও ডাবের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে তিনি রাজবাড়ী জেলা কারাগার হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মে রাতে নয়ন, ঠান্ডু, তুহিনসহ কয়েকজন আমিনকে শাহজাহান খানের বাড়িতে পেঁয়াজ চুরির অভিযোগ করে ধরে নিয়ে যায়। পরে লাল চাঁদ খান, কোরবান শেখ, তরিপ খান, জহির শেখ, মারুফসহ লোকজন তাকে ঠান্ডু খানের বাড়িতে শিকলে বেঁধে রাতভর নির্যাতন করে।
আমিন মোল্যার বাবা মোমিন মোল্যা জানান, তিনি গরিব ভ্যানচালক হওয়ায় তার ছেলেকে এভাবে মারধর করা হয়েছে। তিনি অপরাধীদের বিচার দাবি করেন।
স্থানীয়রা জানান, আমিন মোল্যা একজন গরিব মানুষ। প্রভাবশালীরা নির্যাতন করলেও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।
অভিযুক্ত ঠান্ডু খান জানান, শাহজাহান খানের বাড়িতে স্যান্ডেল ও গামছা পাওয়ার সূত্র ধরে তারা আমিনদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে আমিনকে মারধর করা হয়েছে। তবে তিনি মারধর ঠেকানোর চেষ্টা করেছেন।
শাহজাহান খানের স্ত্রী জানান, তার ছোট ছেলে সুমন পেঁয়াজ চুরি করতে আসা আমিনকে দেখে ফেললে সে সুমনকে গলা টিপে পালিয়ে যায়। পরে লোকজন আমিনকে ধরে মারধর করেছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, আমিন মোল্যার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। চুরির ঘটনায় বা নির্যাতনের ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোঃ এনামুল কবির জানান, আমিন কারা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এখন ওয়ার্ডে আছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর