
বগুড়া-জয়পুরহাট সড়কে বটতলী এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শতাধিক যাত্রীর কাছ থেকে আদায় করা অতিরিক্ত প্রায় ২০ হাজার টাকা ফেরত দিয়েছে সেনাবাহিনী।
১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মেরাজ হোসেন বসুনিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী এন্টারপ্রাইজ, অরিন এন্টারপ্রাইজ, আহাদ এন্টারপ্রাইজ ও এসআর ট্রাভেলস নামের বাসগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে।
পরে বাস মালিকদের ওপর চাপ প্রয়োগ করতে জয়পুরহাট বাস টার্মিনালে আরেকটি টহল দল পাঠানো হয়। তাৎক্ষণিক ব্যবস্থায় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়। সেনাবাহিনীর এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর