
বালিয়াকান্দি থানা পুলিশ ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় সুকচাঁদ বিশ্বাস (৩৬) নামের এক মোটরসাইকেল মেকানিককে গ্রেপ্তার করা হয়েছে। সুকচাঁদ বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের নারায়ন চন্দ্র বিশ্বাসের ছেলে।
বুধবার দুপুরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগে সুকচাঁদকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিন জানান, গত ১০ জুন রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশিকুর রহমান জানতে পারেন, জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামে সুকচাঁদ বিশ্বাসের বসতবাড়িতে কয়েকজন চোরাই মোটরসাইকেল কেনাবেচা করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সেখানে পৌঁছালে ২-৩ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সুকচাঁদকে গ্রেপ্তার করা হয় এবং তার বসতবাড়ি থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, সুকচাঁদ স্বীকার করেছে যে, সে ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সাথে জড়িত। সুকচাঁদ একজন মোটরসাইকেল মেকানিক এবং দেশের বিভিন্ন জেলার চোরদের সাথে যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে নিজের হেফাজতে রেখে বিক্রি করত। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর