
পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা এলাকা থেকে বরকত সরদার (৩৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। বরকত সরদার বৃত্তিডাঙ্গা গ্রামের মৃত জুলমত সরদারের ছেলে।
বুধবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বরকত দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল এবং লোকজনকে ভয়ভীতি দেখাত।
তার বাড়িতে ইয়াবা ব্যবসা নিরাপদে চালানোর জন্য সিসিটিভি ক্যামেরা বসানো ছিল। অভিযানকালে তার হেফাজত থেকে ৬ পিস ইয়াবা, ৬ পিস ট্যাফেন্ডাডল, ৬টি দেশীয় অস্ত্র, ৬টি মোবাইল ফোন, ৩টি সিসি ক্যামেরা ও নগদ ৯৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পরবর্তী কার্যক্রমের জন্য তাকে পাংশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাহউদ্দীন জানান, বরকতকে থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর