
শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গত ৮ জুন এক দর্শনার্থীকে মারধরের ঘটনার জেরে ১০ জুন বিক্ষোভ মিছিল নিয়ে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা ও জানালা ভাঙচুর করে। এই ঘটনায় জড়িত সন্দেহে আব্দুস সালাম ও সাইদুর রহমান রতন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এদিকে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বরমান হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান। তদন্ত কমিটি ইতোমধ্যে শাহজাদপুরের রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সুধী সমাজের সাথে কথা বলেছে।
অন্যদিকে, মারধরের শিকার দুবাই প্রবাসী শাহনেওয়াজ কাস্টোডিয়ান হাবিবুর রহমানকে প্রধান আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে গত ১১ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুন শাহনেওয়াজ নামের এক দর্শনার্থী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে অডিটোরিয়ামের ভিতরে আটকে মারধর করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর