
নড়াইলের নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় আজ বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বালুবাহী ট্রলির চাপায় ইজিবাইকের যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন নড়াইলের বড়কালিয়া ব্যাপারীপাড়া গ্রামের জাফর মামুন (৭২) ও তার স্ত্রী মর্জিনা বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা ইজিবাইকে করে বাড়ি থেকে মহাজন এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। দুপুর ২টার দিকে নড়াগাতি থানার তালবাড়িয়া এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রলি ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাফর মামুন ও মর্জিনা বেগম নিহত হন।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিবুর রহমান জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
আহত ইজিবাইক চালক কালিয়া উপজেলার বাঁকা গ্রামের বাবলু শরীফকে (৫৫) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেছেন। তবে ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সর্বশেষ খবর