
রাজবাড়ীর পাংশায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক বাস কাউন্টার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা।
এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আজিজ সরদার বাসস্ট্যান্ডের জামাল পরিবহনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা জানান, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি রোধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এবং জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।
সর্বশেষ খবর