
টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ছেফাতুল্লাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী ব্যারিস্টার আব্বাস খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কোহিনুর স্পোর্টিং ক্লাব ও ধুবড়িয়া গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় দূর্জয় খান ফুটবল একাডেমী, সাটুরিয়া (মানিকগঞ্জ) এবং এস এম নূরুল হুদা স্মৃতি সংঘ, তেবাড়িয়া (নাগরপুর, টাঙ্গাইল)।
নির্ধারিত ৭০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে না পারায় ট্রাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ফয়সালা হয়। ট্রাইব্রেকারে দূর্জয় খান ফুটবল একাডেমী ৪-৩ গোলে এস এম নূরুল হুদা স্মৃতি সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ধুবড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শহীদুল আলম শহীদের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক শাহাবুল আলম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রগতির সাবেক একাউন্টিং ম্যানেজিং ডিরেক্টর এম এইচ খান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সিবিএ নেতা আহম্মেদ হোসেন খান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট ইকবাল হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী শামীম চৌধূরী বাবু, অষ্টেলিয়া প্রবাসী মো. আরিফুল হক আরিফ, টুর্নামেন্ট কমিটি ও কোহিনুর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান কালাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন সহ আরো অনেকে।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন। ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য নাগরপুর ও আশেপাশের উপজেলা থেকে কয়েক হাজার নারী-পুরুষ মাঠের চারপাশে ভিড় জমায়।
সর্বশেষ খবর