
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের গাছবাড়িয়া এলাকা থেকে সালমা বেগম (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই নারীর স্বামী শহীদুল ইসলাম পলাতক রয়েছেন। সালমা বেগম লোহাগড়া উপজেলার গাছবাড়িয়া গ্রামের সৈয়দ সাঈদুর রহমানের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, লাহুড়িয়া গ্রামের সালাম মোল্যার ছেলে সৌদি প্রবাসী শহীদুল ইসলামের সঙ্গে সালমার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক ছিল। ছয় মাস আগে তারা বিয়ে করেন। তবে শহীদুল পূর্বে বিবাহিত হওয়ায় সালমা তার বাবার বাড়িতেই থাকতেন এবং শহীদুল মাঝেমধ্যে সেখানে যেতেন।
বৃহস্পতিবার রাতে শহীদুল সালমার বাড়িতে ছিলেন। আজ সকালে পরিবারের লোকজন সালমার বাড়িতে গিয়ে দেখেন, সালমা ও শহীদুল কেউই নেই। পরে বেলা ১১টার দিকে বাড়ির সামনে ঝোপঝাড়ে সালমার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
সালমার ছোট বোন আছমা বেগম অভিযোগ করেন, শহীদুলই তার বোনকে হত্যা করে পালিয়েছে। তিনি শহীদুলের ফাঁসি দাবি করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই নারীকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর