
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগের চরিত্র জাতি যেন আর দেখতে না পায়। বিএনপির কোনো নেতাকর্মীর মধ্যে যদি আওয়ামী লীগের চরিত্র দেখা যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৩ জুন) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী আরো বলেন, আওয়ামী লীগ দেশ থেকে বিদায় হওয়ার পর এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই দেশের দায়িত্ব বিএনপিকে নিতে হবে। তারেক রহমানের নির্দেশ, এই দেশে যেন কোনো অরাজকতা, বিশৃঙ্খলা বা চাঁদাবাজি না হয়।
জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়নি। ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যদি স্বাধীনতার ঘোষণা না আসতো, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, শওকত আকবর, জুলহাস মিয়া, যুগ্ম-সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, আজহারুল ইসলাম, ফরহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সহ-সভাপতি আলী আজম সিদ্দিকী, মির্জাপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আজম মৃধা, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর