
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হওয়ায় অনেকের মনে জ্বালা ধরেছে।
শনিবার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বীর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠক কেন জানি মনে হয়েছে অনেকের মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছেন না। কেন এই জ্বালা ভাই আপনাদের? আপনাদের উদ্দেশ্য কী।”
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রিয়াজুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের মুসল্লী, এমদাদুল হক মুসল্লী প্রমুখ।
রিজভী আরও বলেন, দেশের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র চলছে। অন্তবর্তীকালীন সরকার, ছাত্র-জনতার আন্দোলন এবং বিএনপির ১৫-১৬ বছরের এক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে অন্তবর্তীকালীন সরকার ও ড. ইউনুস সাহেব অন্তবর্তীকালীন সরকারের প্রধান হয়েছিলেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রমজান মাসে নির্বাচনী প্রচারণা করা যায় না। রোজার ঈদ এবং অন্যান্য ধর্মীয় বিষয় মাথায় রেখে এপ্রিলের মধ্যে নির্বাচন করা কঠিন। একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, তারা এখন বলছেন আওয়ামী লীগকে মাফ করে দেবেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করবেন।
খালেদা জিয়া কখনো মাথানত করেননি উল্লেখ করে রিজভী বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে, কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি। তিনি শেখ হাসিনার অন্যায়ের কাছে মাথা নত করেননি।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর