
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা দশ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ঈদ উপলক্ষে গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বন্দরের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ছুটি শেষে আজ সকাল থেকে পুনরায় পুরোদমে কার্যক্রম শুরু হওয়ায় বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) জাহিদুল ইসলাম জানান, ঈদের সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।
সর্বশেষ খবর