
রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। পাংশা মডেল থানা পুলিশ সিহাব মন্ডল নামের একজনকে গ্রেপ্তার করেছে। অন্য অভিযুক্ত হাসমত আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার দুই শিক্ষার্থী বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত সিহাব কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জ্বল মন্ডলের ছেলে এবং হাসমত আলী একই গ্রামের জেহের আলী মন্ডলের ছেলে।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী জানায়, তারা স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে নওড়া বনগ্রাম এলাকায় পৌঁছালে সিহাব ও হাসমত তাদের পথরোধ করে। এরপর পকেট থেকে ব্লেড বের করে ভয় দেখিয়ে পাশের পানের বরজের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় তারা।
ধর্ষণের শিকার এক শিক্ষার্থীর বাবা বলেন, "প্রকাশ্য দিবালোকে আমার মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে আমরা মামলা করেছি, আইনের মাধ্যমে বিচার কামনা করছি।" অপর শিক্ষার্থীর মা জানান, প্রাইভেট শেষে তার মেয়ে বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে। কারণ জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। তিনি এই ঘটনার বিচার চান।
স্থানীয়রা জানান, অভিযুক্তরা এলাকায় বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত। মাদক সেবনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িত। তাদের মধ্যে একজন ডাকাতি মামলায় জেল খেটে সম্প্রতি মুক্তি পেয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, এ ঘটনায় থানায় পৃথক দুইটি ধর্ষণ মামলা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর