গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে এক ব্যবসায়ীর স্বাক্ষর করা চেক জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে রাশেদ খান উৎস (৩৫) নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী বেলায়েত হোসেন (৪৩)।
বেলায়েত হোসেন জানান, ভবানীপুর নৌলাপাড়া এলাকায় তাঁর ‘ইরফান এন্টারপ্রাইজ’ নামে টাইলসের ব্যবসা রয়েছে। তিনি ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। রাজনৈতিক সুবাদে ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল।
অভিযোগে বেলায়েত হোসেন উল্লেখ করেন, রাজনৈতিক মামলার কারণে বিগত দুই বছর তিনি প্রায়ই ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ছেড়ে অন্যত্র থাকতেন। ব্যবসার প্রয়োজনে কিছু চেকে স্বাক্ষর করে রাখতেন। এ সময় তাঁর একটি চেক বইয়ের একটি পাতা খোয়া যায়।
ভুক্তভোগী জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি মোবাইল ফোনে ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলনের একটি বার্তা পান। ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে সিসিটিভি ফুটেজে রাশেদ খান উৎসকে তাঁর চেক ব্যবহার করে টাকা তুলতে দেখা যায়।
বেলায়েত হোসেনের দাবি, রাশেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি সাড়া পাননি। এরপর তিনি জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে রাশেদ খান উৎসের দাবি, বেলায়েত হোসেনের কাছে পাওনা টাকা তিনি বৈধভাবেই চেকের মাধ্যমে তুলেছেন।
জয়দেবপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর