
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরের ঝর্ণা মোড়ে রবিবার রাতে বাকি না দেওয়ায় এক চা ব্যবসায়ীর ওপর ফিল্মি স্টাইলে হামলার ঘটনা ঘটেছে। এতে দোকান ভাঙচুর, টাকা লুট এবং ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত চা ব্যবসায়ী টেক্কা মামুদ বর্তমানে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, মিল্লাত হোসেন নামের এক কিশোর কয়েকজন বন্ধুকে নিয়ে টেক্কা মামুদের দোকানে চা খেয়ে বাকি রাখতে চাইলে দোকানদার রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে মিল্লাত তার বন্ধুদের নিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। পরে রাত আনুমানিক দশটার দিকে কামারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মিল্লাত হোসেন, সিফাত হোসেন, হাফিজুল ইসলামসহ ১০-১২ জন কিশোর লোহার রড ও লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা দোকানে ভাঙচুর করে এবং এক লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
চা ব্যবসায়ী টেক্কা মামুদ বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। লাঠির আঘাতটি তার বাম কানসহ গালে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
টেক্কা মামুদ জানান, সকালে তার দোকানে চা-নাস্তা করে বাকি রাখতে চাইলে তিনি রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে কিশোররা জনসম্মুখে তার দোকানে হামলা চালায়, ভাঙচুর করে, টাকা লুট করে এবং তার ওপর হামলা করে। তিনি বলেন, তার কানের পর্দা ফেটে গেছে।
বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা জানান, বাজারে অনেক লোকের সমাগম ছিল, সেই অবস্থাতেই দুর্বৃত্তরা ফিল্মি স্টাইলে হামলা চালিয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, বাকি না দেওয়ায় দোকানে হামলা, ভাঙচুর, টাকা লুট ও চা ব্যবসায়ীকে আহত করার বিষয়ে তারা অভিযোগ পেয়েছেন। রাতেই হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়েছে, তবে তারা পলাতক রয়েছে। অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় মিল্লাত হোসেন, সিফাত হোসেন, হাফিজুল ইসলামসহ নয়জনের নামে একটি মামলা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর