
শেরপুর, ২৩ জুন ২০২৪: শেরপুরের নালিতাবাড়ীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৯৮৮টি ভারতীয় শাড়ি ও একটি পাওয়ার টিলার জব্দ করেছে।
ময়মনসিংহ ৩৯ বিজিবির রামচন্দ্রকুড়া বিওপির টহলরত সদস্যরা সোমবার রাত দশটার দিকে রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী মায়াঘাসি এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চোরাকারবারীরা পাওয়ার টিলার দিয়ে তৈরি মিনি লড়িতে করে অভিনব কৌশলে ভারতীয় পণ্য পাচার করছে। এরপর ওই এলাকায় টহল জোরদার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা শাড়ি ও পাওয়ার টিলার ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করে।
ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. মেহদী হাসান (পিপিএম) জানান, বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর