খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৪ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ৮ জন এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬ জনকে ফেরত পাঠানো হয়েছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের তত্ত্বাবধানে নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পুশ-ইন হওয়া ব্যক্তিরা পূর্বে ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখার উদ্দিন খন্দকার জানান, পুশ-ইন হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা ভারতের কোন এলাকা থেকে এসেছেন, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। যাচাই শেষে তাদের বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।
গুইমারা বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান জানান, বিএসএফের সাথে অবৈধ পুশ-ইনের বিষয়ে আলোচনা হয়েছে এবং তাদের আন্তর্জাতিক আইন মেনে চলতে বলা হয়েছে।
বিজিবি জানায়, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক পুশ-ইন হওয়া বাংলাদেশি নাগরিকের সংখ্যা বেড়ে ১৫৪ জনে দাঁড়িয়েছে। চলতি বছরের ৭ মে থেকে মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে পুশ-ইন শুরু হয়।
রার/সা.এ
সর্বশেষ খবর