
'নতুন বাংলাদেশ দিবস' ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছে ইনকিলাব মঞ্চ। ৮ আগস্ট 'নতুন বাংলাদেশ দিবস' বাতিলের দাবি জানিয়ে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, দিবসটি বাতিল না করা হলে ওই দিন সারাদেশে 'বিপ্লব বেহাত দিবস' পালন করা হবে। পাশাপাশি 'জুলাই সনদ' আদায়ের দাবিতে আগামী ১ জুলাই শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত 'লাল মার্চ' করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী এসব ঘোষণা দেন।
শরীফ ওসমান বিন হাদী বলেন, "আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ৮ আগস্টকে 'নতুন বাংলাদেশ দিবস' ঘোষণা করতে চায়। আমরা তা হতে দেব না। আমাদের জাতীয় মুক্তি দিবস ৫ আগস্ট। ৮ আগস্ট সরকার যদি এমন কিছু করতে চায়, আমরা সেদিন 'বিপ্লব-বেহাত দিবস' পালন করব।"
তিনি আরও বলেন, "এভাবে যদি এত দিবস ঘোষণা করা হয়, তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বলাই উচিত ১৮ জুলাই কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিবস ঘোষণা করা হবে। নর্থ সাউথে যখন হামলা হলো, শত শত রিকশাচালক ব্যারিকেড দিয়ে স্লোগান দিয়েছে, আহত ভাইদের হাসপাতালে নিয়েছে। রিকশাওয়ালাদের অবদানের জন্য একটি দিন দেবেন না? সিনএজিওয়ালা, দোকানি ভাইদের অবদানের জন্য ৩৬ জুলাইয়ে ৩৬টি দিবস পালন করা লাগবে? আরেকটি মুক্তিযুদ্ধের মতো চেতনা ব্যবসা শুরু হবে। আমরা এমন কোনো ধান্দাবাজি করতে দেব না।"
সংবাদ সম্মেলনে শরীফ ওসমান বিন হাদী বলেন, "দিবস হবে একটা ১৬ জুলাই আবু সাঈদ দিবসের পরিবর্তে অনুরোধ জানাব শুধু শহীদ দিবস, ৩৬ জুলাই তথা ৫ আগস্টে জাতীয় মুক্তি দিবস অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস বা ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস আমরা জাতিগতভাবে পালন করব। এরপর ৮ আগস্ট কোনো কিছু হবে না, হতে দেওয়া হবে না, যদি হয় আমরা ওই দিন বিপ্লব বেহাত দিবস পালন করব।"
সংগঠনটি আগামী ১ জুলাই বিকেল চারটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত 'লাল মার্চ' করবে।
'লাল মার্চ' কর্মসূচির কথা উল্লেখ করে শরীফ ওসমান বলেন, "সেদিন লাল মার্চে যে সকল জুলাই যোদ্ধারা, শহীদ পরিবার ও ছাত্রজনতা আসবেন, জুলাই সনদ আদায়ের দাবিতে তারাই সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন জুলাই সনদ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন, আমরাও তাদের সাথে থাকব।"
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর