
ঢাকা বিশ্ববিদ্যালয়: মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হবে। এক্ষেত্রে অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করা হবে। এছাড়াও, হলে প্রকাশ্যে ধূমপান করলে প্রচলিত আইন অনুযায়ী দুইশত টাকা জরিমানা করা হবে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা জানান স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ কাজী মাহফুজুল হক (সুপণ)।
এসময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রাধ্যক্ষের ঘোষণায় সমর্থন জানান।
কাজী মাহফুজুল হক বলেন, "তোমরা যারা এখানে আছো তারা কেউ একাত্তর দেখনি। আমরা যারা ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে বাংলাদেশে এক নতুন পর্বের সূচনা করেছি, তাদের কাছে জুলাই যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের কাছেও একাত্তর সমান গুরুত্বপূর্ণ।"
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজে জড়িত নয়। এর আগে সাইকেল চোরকে ধরিয়ে দেওয়ায় তাকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য পেয়েই তিনি মাদক ও ধূমপানের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
রার/সা.এ
সর্বশেষ খবর