
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. রাজিব আহমেদ নাগরপুরে এক মতবিনিময় সভা করেছেন।
গতকাল শুক্রবার সকালে উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ।
সুদামপাড়া গ্রামের মৃত হাসেমের ছেলে রাজিব আহমেদ তাঁর বক্তব্যে রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ৭০টি মামলা করা হয়েছে এবং তিনি পাঁচবার গ্রেফতার হয়েছেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দিন ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে এবং ৩৪টি মামলা দেয়। এসব মামলায় তাকে ২২ দিন পুলিশি রিমান্ডে রাখা হয়। তিনি আরও বলেন, ২০২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণার দিনও তিনি গ্রেফতার হয়েছিলেন এবং পরবর্তীতে জামিনে মুক্তি পান। ক্যান্টনমেন্ট থানাসহ বিভিন্ন থানায় তার নামে অসংখ্য মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রাজিব আহমেদ আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।
নাগরপুর উপজেলা উলামাদলের সভাপতি আবু বকর সিদ্দিকের উপস্থাপনায় এবং ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মো. আজিজুর রহমান, গোলাম মওলা ও মতিয়ার রহমান মতিন প্রমুখ। বক্তারা ঐক্যবদ্ধ হয়ে রাজিব আহমেদের জন্য কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর