
টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৯ জুন) সকালে মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী সওদাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পুষ্টকামুরী সওদাগর পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে শিপলু মিয়া (৩০) ও একই এলাকার ভিকু মিয়ার ছেলে জীবন মিয়া (২৫)। মাদকদ্রব্য গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
অভিযানকালে মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আনোয়ারুল হাবিবসহ অধিদপ্তরের মাদকবিরোধী দল উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর