
টাঙ্গাইলের নাগরপুরে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় মুসলিম জনগণ। রবিবার (২৯ জুন) সকালে ফজরের নামাজের পর মুসল্লিরা ভিত্তিপ্রস্তরটি ভাঙা অবস্থায় দেখতে পান। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
রবিবার সকালে নাগরপুর সদর বাজারের ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসলিমরা ভিত্তিপ্রস্তর ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, ব্যবসায়ী আব্দুর রৌফ, মনসুর মিয়া, লুৎফর রহমানসহ স্থানীয়রা অংশ নেন।
বক্তারা বলেন, নাগরপুর সরকারি কলেজের কাছে মডেল মসজিদ নির্মিত হলে দূর-দূরান্তের ধর্মপ্রাণ মুসলমানরা এখানে নামাজ আদায় করতে পারবেন। বক্তারা আরও অভিযোগ করেন, একটি মহল নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মডেল মসজিদ নির্মাণে বাধা দিচ্ছে। তাদের দাবি, এই মহলটি মসজিদের নির্মাণ কাজ তিন কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে।
স্থানীয়রা জানান, গত ২৬ জুন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মডেল মসজিদটির উদ্বোধন করার কথা ছিল। কিন্তু ওই দিন অন্য কর্মসূচি থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। এরপর ২৮ জুন অনলাইনে এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হলে রাতে দুর্বৃত্তরা ভিত্তিপ্রস্তরটি ভেঙে ফেলে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর