
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শহরের বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আহসান হাবিব টুটুল নামের এক ব্যক্তিকে আটক করেছে। টুটুল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত বলে দাবি করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে টুটুলের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং টুটুলকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, টুটুল দীর্ঘদিন ধরে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। অভিযানের সময় তিনি ইয়াবা সেবন করছিলেন। পরে তার ঘর থেকে ২৮০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর