
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রাহকরা। এর প্রতিবাদে আজ মঙ্গলবার উপজেলা বিদ্যুৎ অফিসের সামনে মানববন্ধন করেছেন তাঁরা।
সকাল ১১টায় স্থানীয় ছাত্র ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগে বোয়ালখালী বাজার এলাকা থেকে একটি মিছিল বের হয়ে দীঘিনালার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে মানববন্ধনে মিলিত হয়।
আন্দোলনে অংশ নেওয়া গ্রাহকরা জানান, নতুন সংযোগ, মিটার প্রতিস্থাপন ও বিল সংশোধনসহ বিভিন্ন সেবার জন্য তাঁদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এবং জনসেবার নামে ঘুষ নেওয়া হচ্ছে। তাঁরা অবিলম্বে এর সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করেন।
বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
সর্বশেষ খবর