
বরগুনা সরকারি শিশু পরিবারের উপপরিচালক এবং দুই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্যাতন ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন করে শিক্ষার্থীরা অভিযুক্তদের অপসারণের দাবি জানায়। পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করে।
শিক্ষার্থীরা অভিযোগ করে, শিশু পরিবারের উপপরিচালক শহিদুল ইসলাম এবং সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও নাদিম মিয়া তাদের ওপর অমানবিক নির্যাতন চালান। এছাড়া, সরকারিভাবে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগও তোলে তারা।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম শিক্ষার্থীদের অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সর্বশেষ খবর