
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ বিপণনের নোয়াখালী কার্যালয়ের উপপরিচালক নুরুল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে দুদকের নোয়াখালী জেলা শাখার উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তীর নেতৃত্বে তিন সদস্যের একটি দল বিএডিসি নোয়াখালী কার্যালয় এবং মান্নান নগর সংলগ্ন বিএডিসি এগ্রো সার্ভিস সেন্টারে অভিযান চালায়।
অভিযানকালে দুদক কর্মকর্তারা নুরুল আলমের বিরুদ্ধে মৃত ব্যক্তি ও প্রবাসীর নামে ভুয়া ব্যাংক হিসাব খুলে শ্রমিকদের মজুরি আত্মসাৎ, ভুয়া টেন্ডার, নিম্নমানের বীজ ক্রয় এবং অনিয়মিত শ্রমিক ও চাষীর নামে ভাতা উত্তোলনের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করেন।
দুদক টিম কার্যালয়ের বিভিন্ন কর্মচারী ও শ্রমিককে জিজ্ঞাসাবাদ করে এবং নথিপত্র যাচাই-বাছাই করে।
অভিযান শেষে উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী জানান, নুরুল আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিকরা কাজ না করে টাকা উত্তোলন, ভুয়া হাজিরা দেখিয়ে মৃত ও প্রবাসীর নামে বেতন ভাতা উত্তোলন এবং ভুয়া টেন্ডার সংক্রান্ত অভিযোগের স্বপক্ষে হাজিরা খাতা ও নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত তথ্য উপাত্ত যাচাই ও পর্যালোচনা করে দুদক পরবর্তী পদক্ষেপ নেবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর