
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম ও নাইট গার্ড ইসরাইল হোসেন গত দুই মাসের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তবে এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিস কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
জানা যায়, গত ৩ মে পাট্টা ইউনিয়নের যুবক রাশিদুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনার পর থেকেই প্রধান শিক্ষক ও নাইট গার্ড পলাতক রয়েছেন।
প্রধান শিক্ষক মোঃ শামসুল আলমের বিরুদ্ধে বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক নজরুল ইসলামসহ কয়েকজন শিক্ষককে শ্রেণিকক্ষে অবৈধভাবে প্রাইভেট পড়ানোর সুযোগ করে দেওয়া এবং সহকারী শিক্ষক পপি রানীর নিবন্ধন জাল প্রমাণিত হওয়ার পরেও খণ্ডকালীন শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ করে দেওয়া।
সরেজমিনে পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ে গিয়ে সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, প্রধান শিক্ষক ও নাইট গার্ড দুই মাসের বেশি সময় ধরে বিদ্যালয়ে আসছেন না। প্রধান শিক্ষক কোনো ছুটির আবেদন করেছেন কিনা, সে বিষয়েও বিদ্যালয়ে কোনো তথ্য নেই।
এ বিষয়ে নাইট গার্ড ইসরাইলের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
প্রধান শিক্ষক মোঃ শামসুল আলম দাবি করেন, তিনি মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে ছুটি নিয়েছেন এবং নিয়মিত তার সাথে যোগাযোগ রাখছেন। তিনি বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক প্রাইভেট পড়ান বলেও স্বীকার করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম আজাদ জানান, প্রধান শিক্ষক তার কাছ থেকে কোনো ছুটি নেননি। তিনি আরো বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর