
খাগড়াছড়িতে বিশেষায়িত ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ চলাকালে মোতালেব হোসেন (৩১) নামের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৬টার দিকে জেলার এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এএসটিসি)-তে এই ঘটনা ঘটে।
নিহত মো. মোতালেব হোসেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মো. তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি এর আগে ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত ছিলেন। ছয় সপ্তাহের সেকশন লিডার কোর্সে অংশ নিতে তিনি খাগড়াছড়ি এসেছিলেন।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সকালে বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সেকশন লিডার কোর্সের ট্রেনিং চলছিল। এ সময় এএসআই মোতালেব হোসেন পিটিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর