
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে রায়েছ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে ২৯ কেজি গাঁজা ও নগদ ১ লক্ষ ৬ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
২ জুলাই বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাঁক ইউনিয়নের জিয়াপুর গ্রামে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার হারুনুর রশিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট রাফি সিদ্দিকীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে রায়েছের বসতঘর থেকে গাঁজা ও টাকা উদ্ধার করা হয়। এসময় রায়েছের একজন সহযোগী পালিয়ে যায়।
আটককৃত রায়েছ মিয়া (৪২), জিয়াপুর গ্রামের আরজু মিয়ার পুত্র। তাকে হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি পনিভূষণ রায় বাদী হয়ে নবীগঞ্জ থানায় রায়েছের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওসি পনিভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের ভাষ্য, রায়েছ ও তার দল দীর্ঘদিন ধরে বিদেশি মদ, গাঁজা ও ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল। এলাকাবাসী অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারেও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর