
পাবনা: পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা।
বুধবার (০২ জুলাই) বিকেলে চাটমোহর উপজেলা ছাত্রদল আয়োজিত আনন্দ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রুমা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতৃবৃন্দের কাছে এই বার্তা পাঠিয়েছেন। তিনি বলেন, এখন আর কারো মতামতের সুযোগ নেই। তাই সবাইকে তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে হাসান জাফির তুহিনের পক্ষে কাজ করার আহ্বান জানান।
তারেক রহমান কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনা-৩ আসনের দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করায় তাকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি চাটমোহর পৌর সদরের দোলং এলাকা থেকে শুরু হয়ে হাসপাতাল গেট, থানা মোড় ও স্টার মোড় ঘুরে চাটমোহর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক জান্নাতুন নাঈম জুঁই, ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব প্রমুখ।
রুমা আরও বলেন, পাবনা-৩ আসনে অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন দেওয়ার এখতিয়ার যেহেতু দলের, তাই দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সবাইকে মেনে নিতে হবে। তিনি দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে হাসান জাফির তুহিনকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, অতীতেও এক আসনের প্রার্থীকে অন্য আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। যোগ্য মনে করা হয়েছে বিধায় হাসান জাফির তুহিনকে পাবনা-৩ আসনে পাঠানো হয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর