
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের খামারবাড়ি এলাকায় দুই শিশুকে বলাৎকারের অভিযোগে মোঃ স্বাধীন সরদার (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালুখালী থানা সূত্রে জানা যায়, গত ২ জুলাই ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বাধীন সরদারকে গ্রেপ্তার করে। স্বাধীন সরদার রাজবাড়ী সদর উপজেলার চন্দন ইউনিয়নের ডাওকি গ্রামের মৃত হাসাই সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত ৩০ জুন বিকেলে শিশু দুটি বাড়ির পাশে খেলা করছিল। এই সময় স্বাধীন সরদার তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে খামারবাড়ি এলাকার শিয়াল মারা মাঠের মধ্যে আজাদ খানের পাট খেতে নিয়ে যায় এবং সেখানে তাদের ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে। ২ জুলাই সকালে এক শিশু অসুস্থ হয়ে পড়লে তার মাকে ঘটনাটি জানায়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত স্বাধীন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর