শাহজাদপুরে আদালতে মামলায় হেরে গিয়ে প্রতিপক্ষের অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৪ আগস্ট) সকালে উপজেলার পৌর এলাকার পাড়কোলা গ্রামে।
জমির মালিক শামীম হোসেন জানান, প্রায় নয় মাস আগে তিনি গণি শেখের ছেলে ফেলান শেখের কাছ থেকে ৮.৫ শতাংশ জমি কেনেন। এরপর তিনি সেখানে ঘর তৈরি করেন এবং ফলজ গাছ রোপণ করেন।
শামীম হোসেনের ভাষ্য অনুযায়ী, স্থানীয় শাহজাহান ওরফে টু্ক্কুর ওয়ারিশরা জমিটি নিজেদের দাবি করে নেহার বেগমকে বাদী করে সিরাজগঞ্জ আদালতে দুটি মামলা করেন। মামলায় বিবাদী করা হয় বিক্রেতা ফেলান শেখ ও শামীম হোসেনকে। তবে আদালত মামলা দুটি খারিজ করে দেন। শামীম হোসেনের অভিযোগ, মামলা খারিজ হওয়ার পর বাদীরা তাঁর রোপণ করা গাছ কেটে ও উপড়ে ফেলে দেন।
এ ঘটনায় শাহজাদপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শামীম হোসেন।
অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি, তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সর্বশেষ খবর