
রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রতনদিয়া রজনীকান্ত সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর সহোদর ও পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ আর মাহমুদুল হক রোজেন বলেন, ফরম বিতরণের সময় খেয়াল রাখতে হবে, যাতে আওয়ামী লীগ বা তাদের সহযোগী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও সন্ত্রাসী প্রকৃতির কেউ অন্তর্ভুক্ত না হয়। দলের ত্যাগী কর্মীদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে যারা দলের সঙ্গে ছিলেন, তাদের প্রতি বিশেষ নজর রাখতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপি নেতা ও আইনজীবী মোক্তার কবির খান নান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান, পাংশা কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা হাবিবুর রহমান রাজা, জেলা বিএনপির নেতা ও শিল্পপতি মুজাহিদুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আইনুল হাবিব, সাবেক আহ্বায়ক জিয়াউর রহমান জিরু, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন, মদাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জুলফিকার আলী জুলু, মদাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, মৃগী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল খালেক বিশ্বাস, মৃগী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিল্লুর রহমান, শাওরাইল ইউনিয়ন বিএনপির নেতা আনিসুর রহমান, শাওরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাবেক সভাপতি আলাউদ্দিন মোল্লা, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান শাহিন, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি তোফাজ্জেল হোসেন মাস্টার, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী মাস্টার, সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান ভেন্ডার, রতনদিয়া ইউনিয়ন বিএনপির নেতা হাসমত আলী মোল্লা, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আসলাম হোসেন চৌধুরী এবং রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শাহজাহান আলী মোল্লা।
অনুষ্ঠানে কালুখালী উপজেলার সব ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের নেতাদের হাতে সদস্য ফরম তুলে দেওয়া হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর