গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি এবং পুরনো ধ্যানধারণা ও নিয়মকানুন ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (৫ জুলাই, ২০২৫) জয়পুরহাটের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা অনেক আশা করেছিলাম, কিন্তু আমাদের সব আশা পূরণ হয়নি। মনে হচ্ছে, অভ্যুত্থানের আগের সেই পুরোনো সিস্টেম, পুরোনো সংস্কৃতি ও পুরোনো নিয়ম-কানুন ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমাদের এ লড়াই চালিয়ে যেতে হবে।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা মনে করছেন পুরোনো দখলদারিত্ব ও সন্ত্রাসের রাজত্ব ফিরিয়ে আনবেন, তাদের পরিণতি স্বৈরাচার হাসিনার মতো হবে।”
শহীদ নজিবুল সরকার বিশাল, মেহেদি হাসান, রিতা আকতার ও মিনহাজকে স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, তাঁরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, যেখানে অর্থনৈতিক ও আঞ্চলিক বৈষম্য থাকবে না। যেখানে স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার, খাদ্য, বস্ত্র, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে এবং সরকারি অফিসে দুর্নীতি থাকবে না।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে জনগণের সব দাবি পূরণ হলে তাঁদের রাজনৈতিক দল গঠনের প্রয়োজন হতো না।
এনসিপি জেলা প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু সাইদ লিওনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। স্থানীয় নেতাদের মধ্যে আবদুল মান্নান, সুলতান মোঃ শামসুজ্জামান, ডাঃ জহুরুল ইসলাম, ওমর আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর