
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মাধ্যমে অবসরপ্রাপ্ত ২৮ জন শিক্ষককে বিদায় ও গুরুজন সম্মাননা জানানো হয়েছে। বাকশীমূল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীরা দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বাকশীমূল গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয়। প্রাক্তন শিক্ষার্থীরা মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাঁদের সংবর্ধনা দেন। ছাত্রীরা ফুল ছিটিয়ে শিক্ষকদের গাড়িতে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান ও বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট নাজমুল হুদা সোহাগ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, বাকশীমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস স্বপন, দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং বাকশীমূল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরর্শেদা বেগম।
প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কবির হোসেন, ইমাম হোসেন ও আল-আমিন। শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন লায়লা নূর চৌধুরী ও দিলীপ চন্দ্র মজুমদার।
অনুষ্ঠানে বাকশীমূল উচ্চ বিদ্যালয়, বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা জানানো হয়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন: নিখিল রঞ্জন বণিক (সহকারী প্রধান শিক্ষক), আব্দুল আজিজ (সহকারী শিক্ষক), মোঃ মফিজুল ইসলাম (সহকারী শিক্ষক), লায়লা নূর চৌধুরী (সহকারী শিক্ষক), মাওলানা মোঃ আব্দুল মতিন (সহকারী শিক্ষক),দিলীপ চন্দ্র মজুমদার (সিনিয়র শিক্ষক),মাওলানা তাজুল ইসলাম(ইবতেদায়ী সহকারী মৌলভী), মমতাজ উদ্দীন (সিনিয়র শিক্ষক), আবদুল হান্নান (সহকারী মৌলভী),মাও: মীর মোঃ সলিম উল্লাহ সেলিম(অধ্যক্ষ) এবং আবুল হাসেম (প্রধান শিক্ষক)।
হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ ঘোড়ার গাড়িতে শিক্ষকদের রাজকীয় বিদায় জানানোর এই বিরল দৃশ্য উপভোগ করেন। অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শন, স্মৃতিচারণমূলক বক্তব্য, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওলানা ওবায়দুস সোবহান মামুন সাঈদী মোনাজাত পরিচালনা করেন।
বিদায়ী শিক্ষকরা আবেগাপ্লুত হয়ে তাঁদের দীর্ঘ শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর