
দুগ্ধ খামারীদের জন্য দুধের দাম বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, কোনোক্রমেই দুধের দামের চেয়ে গোখাদ্যের দাম বেশি হওয়া উচিত নয়।
শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা বাথান এলাকায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এলডিডিপি পিজি খামারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, খামারীরা অনেক কষ্ট করে পশু লালন-পালন করেন। দুধের ন্যায্য দাম না পেলে তাদের এই পরিশ্রম বৃথা যায়। তাই খামারীদের স্বার্থ এবং গোখাদ্যের দামের কথা বিবেচনা করে দুধের দাম বাড়ানো হবে।
তিনি আরও বলেন, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলে দেশের সবচেয়ে বেশি পশু পালন করা হয়। এই অঞ্চল থেকে দেশের অভ্যন্তরে ও বাইরে মাংস এবং দুধের চাহিদা পূরণ হয়। তাই এই অঞ্চলের পশু যাতে ক্ষুরা রোগ ও অন্যান্য রোগ থেকে মুক্ত থাকে, সেজন্য প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করা হবে। ভ্যাকসিন সরবরাহ করা সরকারের দায়িত্ব এবং এটি খামারীদের অধিকার।
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্প্রসারণ পরিচালক ডাঃ শামসুন্নাহার আহম্মদ, এলডিডিপি প্রকল্প পরিচালক ডাঃ জসিম উদ্দিন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. সোনালী খাতুন।
সর্বশেষ খবর