
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে গুলিতে আমিরুল গাইন (৪৫) নামের এক কৃষক আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে জুনিয়াদহ রায়টা বালুঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর চর থেকে স্পিডবোটে করে আসা ৮-১০ জনের একটি অস্ত্রধারী দল রায়টা পদ্মার তীরে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ফয়জুল্লাহপুর গ্রামের মৃত জলিল গাইনের ছেলে আমিরুলের শরীরে দুটি গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়ার একটি হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে রায়টা বালুঘাট এলাকায় ভাঙন দেখা যাওয়ায় গ্রামবাসীরা বালু বোঝাই নৌকার চলাচল বন্ধ করে দেয়। এর জের ধরে আলাইপুর চরের বালু ব্যবসায়ীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। তারা আরও জানায়, আলাইপুরের লোকজন ভেড়ামারা ও দৌলতপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করছে, যা ভাঙন বাড়াচ্ছে। গ্রামবাসীরা বাধা দেওয়ায় সন্ত্রাসীরা গুলি চালিয়েছে।
গোপন সূত্রে জানা যায়, আলাইপুর বালু মহালের ইজারাদার শামীম সরকারের নেতৃত্বে বাঘা উপজেলার বেল্লাল মন্ডল, মনতাজ মন্ডল, টুটুল মন্ডল, লাভলু মন্ডলসহ আরও কয়েকজন এই গুলিবর্ষণের ঘটনায় জড়িত। তারা নদী থেকে উপরে উঠে এসেও এলাকাবাসীকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লক্ষীকুন্ডা নৌ-ফাঁড়ির ওসি মোঃ ফিরোজ উদ্দিন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর