
নোয়াখালী: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেছেন, বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হতে দেওয়া হবে না। তিনি বলেন, ২০১৪ সালের মতো ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংস্কৃতি জনগণ আর দেখতে চায় না।
রবিবার (৬ জুলাই) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন ফারুক আরও বলেন, ‘আমরা চাই, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’—এই অধিকার নিশ্চিত হোক। তিনি দ্রুত সময়ের মধ্যে অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
এর আগে জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে একটি বিশাল শোডাউন সেনবাগ পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় অন্যদের মধ্যে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়াসহ সেনবাগ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর