
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, আগামী ৩ আগস্টের মধ্যে সরকার যদি জুলাই ঘোষণাপত্র প্রণয়ন না করে, তাহলে এনসিপি নিজ উদ্যোগে তা প্রণয়ন করবে।
সোমবার (৭ জুলাই) সকালে রাজশাহী পর্যটন মোটেল থেকে নাটোরের উদ্দেশে যাত্রাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ কথা বলেন।
তারা বলেন, “কেন বা কী কারণে এখনো জুলাই ঘোষণাপত্র প্রণয়ন হয়নি—সেটি সরকারই ভালো বলতে পারবে। তবে এ বিষয়ে সরকারের বর্তমান অবস্থান অত্যন্ত অপরিণত।”
নাহিদ ইসলাম ও সামান্তা শারমিন আরও জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে সরকার এ বিষয়ে উদ্যোগ না নিলে, অভ্যুত্থান প্রক্রিয়ার অন্যান্য অংশীদারদের সঙ্গে সমন্বয় করে জাতীয় শহীদ মিনারে ছাত্র ও জনগণকে নিয়ে সমবেত হয়ে জুলাই ঘোষণাপত্র তারা নিজেরাই ঘোষণা করবেন।
সর্বশেষ খবর