
কুমিল্লায় ৪৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে কুমিল্লা-১০ বিজিবি। সোমবার ভোরে বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়।
বিজিবি জানায়, ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার ভেতরে চানপুর নামক এলাকায় একটি সিএনজি থেকে ৪৫৫টি বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি আটক করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। আটককৃত শাড়িগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সর্বশেষ খবর